March 19, 2018 Get link Facebook X Pinterest Email Other Apps News Source স্প্যানিশ চ্যাম্পিয়নদের জালে তিনবার বল পাঠালেও বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা জিরোনা। রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ৬-৩ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচের ১১ মিনিটে টনি ক্রুসের বাড়ানো বলে গোল করেন পর্তুগিজ তারকা। ২৯তম মিনিটে সমতায় ফেরে জিরোনা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে আবারো এগিয়ে দেন রোনালদো। ৫৮তম মিনিটে ব্যবধান বাড়ায় ভাসকেস। ৬৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ৬৭তম মিনিটে স্তুয়ানির গোলে ব্যবধান কমায় জিরোনা। বিস্তারিত জানুন , Know more Comments
Comments
Post a Comment