News Source
বিস্তারিত জানুন , Know more
লা লিগায় ফের গোল পেলেন লিওনেল মেসি। রবিবার মেসি ও পাকো আলকাসেরের গোলে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ হারাল বার্সেলোনা। এই নিয়ে লা লিগায় টানা ছ’ম্যাচে গোল করলেন মেসি। এ জয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান আরো মজবুত করল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আটলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল বার্সা।
ঘরের মাঠে খেলা হলেও এ দিন চোটের জন্য সের্জিও বুস্কেতস এবং সাসপেনশন থাকায় লুইস সুয়ারেজকে ম্যাচে পায়নি বার্সেলোনা। তারপরেও জিততে বেগ পেতে হয়নি।
বিস্তারিত জানুন , Know more
Comments
Post a Comment