লিটনের এমন ইনিংস বাংলাদেশেই প্রথম

প্রাপ্তি আর অপ্রাপ্তি দুটির সঙ্গেই আজ পরিচয় হয়ে গেল লিটন দাসের। বিসিএলের শেষ রাউন্ডের তৃতীয় দিনে আজ ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে দোর্দণ্ড প্রতাপে এগোচ্ছিলেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দিকে। হলো না। ইলিয়াস সানির বলে এলবিডব্লু হয়ে ফিরলেন ২৭৪ রানে। লিটনের যদি ট্রিপল সেঞ্চুরির আফসোসে পুড়তে হয়, তাঁকে ঠিক ততই খুশি হওয়া উচিত দুর্দান্ত এক রেকর্ড গড়ায়। 
ইলিয়াস সানিকে বাউন্ডারি মেরে যখন ডাবল সেঞ্চুরি করেছেন লিটন, তখনই রেকর্ডের পাতায় নাম উঠে গেছে তাঁর। ১৯০ বলে ২০০—বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম কোনো ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করলেন ২০০-এর কম বল খেলে। 

বিস্তারিত জানতেে ভিজিট করুন এখানে
বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি
ব্যাটসম্যান      
বল
 মৌসুম
লিটন দাস
১৯০
২০১৭–১৮
মোসাদ্দেক হোসেন
২২৯
২০১৪–১৫
আবদুল মজিদ
২৩০
২০১৭–১৮

সূত্র: প্রথম আলো

Comments