রুমানাকে তামিমের অসাধারণ উপহার

তামিমের ব্যাট পেয়ে খুশি রুমানা। ছবি: বিসিবিতামিমের ব্যাট পেয়ে খুশি রুমানা। ছবি: বিসিবিআজ দুপুরে বিসিবি একাডেমি ভবনের বসার ঘরে নারী ক্রিকেটারদের একটা ব্যাট নিয়ে ভীষণ কৌতূহল। ব্যাটটা খুব চেনা। ‘সিএ’ ব্র্যান্ডের এই ব্যাট তো বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের হাতেই দেখা যায়। ঠিক, বাঁহাতি ওপেনারেরই ব্যাট এটি। তামিম এটি উপহার দিয়েছেন বাংলাদেশ মেয়েদের ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদকে।

বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন 


 তামিমের উপহার পেয়ে ভীষণ রোমাঞ্চিত মেয়েদের অধিনায়ক, ‘এই ব্যাট দিয়ে তিনি ম্যাচ খেলেন। ব্যাটটা অনেক পাওয়ারফুল। আমি একই ব্র্যান্ডের ব্যাটে খেলে অভ্যস্ত। ভাবিনি ভাইয়া আমাকে এটা উপহার দেবেন! এটা আমার কাছে এখন অনেক মূল্যবান। যক্ষের ধন বলতে পারেন। তিনি অনেক রান করেন এই ব্যাট দিয়ে। আমি চেষ্টা করব ব্যাটটির সম্মান রাখতে।’
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে মেয়েরা রওনা দেবেন ২৮ এপ্রিল। প্রথম ওয়ানডে ৪ মে, পচেফস্ট্রুমে।

Comments