- Get link
- X
- Other Apps
- আমস্টার্ডামে প্রীতি ম্যাচে হল্যান্ডের বিপক্ষে জিতেছে ইংল্যান্ড।
- জেসে লিংগার্ড জয়সূচক গোলটি করেন।
- হ্যারি কেন ছিলেন না।
- ৫৯ মিনিটে একমাত্র গোলটি হয়।
- আমস্টারডামে উচ্ছৃঙ্খল আচরণ করে গ্রেপ্তার ৯০ ইংলিশ সমর্থক।
হ্যারি কেন ছিলেন না। কিন্তু শুক্রবার রাতে ইংল্যান্ড দেখাল, কেনকে ছাড়াও তারা জিততে পারে। আমস্টারডামে বিশ্বকাপে নাম লেখাতে না পারা হল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশরা। একমাত্র গোল জেসে লিংগার্ডের।
ম্যাচের ৫৯ মিনিটে বাঁ দিক থেকে আসা একটি ক্রস ধরে নিচু শটে ডাচ গোলরক্ষক জেরোয়েন জোয়েটকে পরাস্ত করেন লিংগার্ড। এটি নবম আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের জার্সি গায়ে লিংগার্ডের প্রথম গোল।
যোগ্যতর দল হিসেবেই ইংল্যান্ড কাল জিতেছে। হল্যান্ডের তুলনায় অনেক বেশি গতিশীল ফুটবল খেলেই জয়টা তুলে নিয়েছে ইংলিশরা। তবে একটির বেশি গোল না হওয়ার আফসোস কিন্তু থাকছেই।
গোল বেশি না হওয়ার আফসোস ফুটে উঠেছে কোচ গ্যারেথ সাউথগেটের কথায়, ‘আমি আজকের ম্যাচে দলের খেলা দেখে খুশি। আমরা জানতাম, দলের খেলোয়াড়দের দমের কোনো ঘাটতি নেই। তবে আজকের ম্যাচটি সত্যিই স্বস্তিদায়ক।’
যোগ্যতর দল হিসেবেই ইংল্যান্ড কাল জিতেছে। হল্যান্ডের তুলনায় অনেক বেশি গতিশীল ফুটবল খেলেই জয়টা তুলে নিয়েছে ইংলিশরা। তবে একটির বেশি গোল না হওয়ার আফসোস কিন্তু থাকছেই।
গোল বেশি না হওয়ার আফসোস ফুটে উঠেছে কোচ গ্যারেথ সাউথগেটের কথায়, ‘আমি আজকের ম্যাচে দলের খেলা দেখে খুশি। আমরা জানতাম, দলের খেলোয়াড়দের দমের কোনো ঘাটতি নেই। তবে আজকের ম্যাচটি সত্যিই স্বস্তিদায়ক।’
Comments
Post a Comment