প্রমাণ করেছি আমরা পারি, বললেন সাকিব http://linkshrink.net/78Mkqv

News Source

সাকিবের সেলফিতে তাঁর অগুনতি ভক্ত! ছবি: ফেসবুকসাকিবের সেলফিতে তাঁর অগুনতি ভক্ত! ছবি: ফেসবুককাল ৩১-এ পা দেবেন সাকিব আল হাসান। ভক্তদের সঙ্গে জন্মদিনের আগাম কেক কেটে ফেললেন আজই। শুক্রবার মিরপুরে নিজের রেস্তোরাঁয় সমর্থকদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপনের অনুষ্ঠানে দুঃসময়ে পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন সাকিব।
চোটে পড়ায় নিদাহাস ট্রফির শুরুতে দলের সঙ্গে থাকতে পারেননি সাকিব। তবে ফিরেছিলেন গুরুত্বপূর্ণ সময়েই। সাকিব ফেরায় দল যেমন আরও চনমনে হয়ে উঠেছিল, প্রতিপক্ষের ছক কষতেও বেগ পেতে হয়েছে। নিদাহাস ট্রফি জিততে না পারার আফসোস এখনো যাচ্ছে না সাকিবের, ‘খুব কাছ থেকে ফিরে আসছি। জানি আপনারা হতাশ। খুব কাছ থেকে ফিরে আসছি, এটা মেনে নেওয়াও কঠিন। চেষ্টা করছি এভাবে যেন বারবার ফিরে আসতে না হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিতে পারি। সামনে বড় সিরিজ, টুর্নামেন্ট আছে। আগামী বছর বিশ্বকাপ আছে।’

Comments