- Get link
- X
- Other Apps
মাঝেমধ্যে প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ফিটনেস ধরে রাখতে। ম্যাচ প্র্যাকটিসও একটা উদ্দেশ্য। তবে মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, টেস্ট খেলার সামর্থ্য তাঁর এখনো আছে। কাল কথা বলেছেন শেখ আবু নাসের স্টেডিয়ামে।
প্রশ্ন: সাদা পোশাকে খেলতে নামলে কি আলাদা কোনো অনুভূতি হয়? ধরুন, আবার টেস্ট খেলতে ইচ্ছে হলো...
মাশরাফি বিন মুর্তজা: এই মুহূর্তে না। আসলে যথেষ্ট ভাবনা-চিন্তা ছাড়া খেলা খুবই কঠিন। নতুন বলে হয়তো বা জিনিসটা এক রকম, কিন্তু টেস্টে পুরোনো বলে অনেকটা সময় বোলিং করে যেতে হবে, ওখানে তো একটু কাজটাজ করার ব্যাপার আছে। এখানে একটা ম্যাচে যদি ২৫-৩০ ওভার বোলিং করি, তাহলে আমার চার-পাঁচ সপ্তাহের বোলিংয়ের কাজটা হয়ে যায়। আমি ওই মানসিকতা থেকেই খেলি।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment